নির্দল প্রার্থীর প্রতীকে ছাপ পড়া ব‍্যালট নিয়ে চম্পট পরাজিত তৃণমূল প্রার্থীর এজেন্টের


উত্তর ২৪ পরগণা, ১১ জুলাই (হি. স.) : ভোটের সময়ে কোথাও ব‍্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়া, আবার কোথাও ব‍্যালট পেপার পুড়িয়ে দেওয়া, ব‍্যালট বাক্সে জল ও কালি ঢালার মতো ঘটনা ঘটেছে। সেই ছবিটা কিন্তু বদলাল না মঙ্গলবারের গণনাতেও‌।

তৃণমূল প্রার্থীর পরাজয় মেনে নিতে না পেরে এ বার তাঁর নির্বাচনী এজেন্ট ব‍্যালট নিয়ে গণনা কেন্দ্র থেকে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর বয়েজ হাইস্কুলের গণনা কেন্দ্রে।

কিছুদূর যেতেই ওই অভিযুক্তকে হাতেনাতে ধরার চেষ্টা করলে সিপিএম কর্মী-সমর্থকদের হাত ফসকে পালিয়ে যান তিনি। পরে পাশের একটি ডোবা থেকে সিপিএম সমর্থিত নির্দল প্রার্থীর প্রতীকে ছাপ দেওয়া অসংখ্য ব‍্যালট উদ্ধার করা হয়। এই ঘটনাকে ঘিরে এ দিন তীব্র উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।

হাবরা ২ নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ আসনের গণনাকেন্দ্র করা হয় অশোকনগর বয়েজ হাইস্কুলে। এই ব্লকের ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের ১৮ নম্বর বুথে সিপিএম সমর্থিত নির্দল প্রার্থীর কাছে হেরে যান তৃণমূল প্রার্থী ।

অভিযোগ, গণনা কেন্দ্রের ভিতরে তৃণমূল প্রার্থীর এই পরাজয় মেনে নিতে পারেননি প্রার্থীর নির্বাচনী এজেন্ট। তিনি নির্দল প্রার্থীর প্রতীকে ছাপ দেওয়া একাধিক ব‍্যালট নিয়ে পালিয়ে যান গণনা কেন্দ্রের ভিতর থেকে।

বিষয়টি নজরে আসতেই বাইরে অপেক্ষারত সিপিএম কর্মী-সমর্থকরা তাঁর পিছু ধাওয়া করেন। পরিস্থিতি বেগতিক বুঝে পাশের একটি ডোবাতে চুরি করা ব‍্যালট ফেলে পালিয়ে যান তিনি। এরপর সেখান থেকেই নির্দল প্রার্থীর প্রতীকে ছাপ দেওয়া ব্যালটগুলি উদ্ধার করেন সিপিএমের কয়েকজন কর্মী সমর্থক। পরে, সেগুলো তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

এ দিকে, কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে তিনি ব‍্যালট পেপার চুরি করে পালিয়ে যেতে পারলেন তা নিয়েই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *