ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই।।হলো না ম্যাচ। আউট ফিল্ড ভিজে থাকায়। রবিবার রাধানগর স্কুলের মুখোমুখি হওয়ার কথা ছিলো সোনাপুর স্কুল ‘এ’ দলের। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের ক্রিকেটে। শনিবার রাতে বৃষ্টি হওয়ায় বিদ্যাপীঠ মাঠের আউট ফিল্ড ভিজে যায়। মাঠের কর্মীরা এদিন সকালে আপ্রাণচেষ্টা করলেও মাঠকে খেলার উপযুক্ত করে তুলতে পারেনি। ফলে বাধ্য হয়েই ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষনা করা হয়। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় দুদলই পেলো ১ পয়েন্ট করে।
2023-07-09