ভোটের রাতে রামপুরহাটে প্রার্থীর স্বামীকে ‘কিডন্যাপ’, তৃণমূলের পতাকা জ্বালিয়ে বিক্ষোভ জনগণের

বীরভূম, ৯ জুলাই (হি.স.): রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসা অব্যাহত।বীরভূমের রামপুরহাটে ভোট শেষে সিপিএম প্রার্থীর স্বামীকে অপরহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এর প্রতিবাদে শনিবার রাত্রিবেলা জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান ওই প্রার্থীর পরিবার ও এলাকার বাসিন্দারা।

অভিযোগ, রামপুরহাট এক নম্বর ব্লকের দখলবাটি গ্রাম পঞ্চায়েতে এবার লড়ছেন সিপিএম প্রার্থী জাসমিনারা বেগম। তাঁর স্বামী আফসারুল শেখ ছিলেন বুথ এজেন্ট। অভিযোগ, শনিবার ভোট শেষ হয়ে যাওয়ার পর তাঁকে অপরহরণ করেন রামপুরহাটের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ওয়াসিম আলি ভিক্টর ও তাঁর দলের লোকজন। ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয় বাম কর্মীরা। উপস্থিত ছিলেন সাধারণ গ্রামবাসীরাও। উত্তেজিত জনতা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। পরে পুলিশ এলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। জ্বালিয়ে দেওয়া হয় তৃণমূলের পতাকা। যদিও, গোটা ঘটনাই অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

এক সিপিএম কর্মী বলেন, “ভোট শেষ হওয়ার পর স্লিপ নেওয়ার জন্য আফসারুল অফিসারদের গাড়িতে ওঠেন। ওই অফিসাররাই বলেছিলেন ওকে গাড়িতে উঠতে। মাঝরাস্তায় গাড়ি আটকে তৃণমূলের গুণ্ডা বাহিনী আমাদের বুথ এজেন্টকে মারধর করে। অপরহণ করে।”

অপর দিকে, আফসারুলের বৌদি জানান, “ওরা অনেক দিন ধরেই অশান্তি করছে। গোটা পাড়ায় হিংসা ছড়াচ্ছে। আজকে আমার দেওরকে তুলে নিয়ে গিয়েছে। আসলে ভোটে হেরে যাবে ওই কারণে এই সব করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *