চাকুলিয়া, ৯ জুলাই (হি. স.) : ভোট পরবর্তী হিংসা অব্যাহত উত্তর দিনাজপুরে। রবিবার সকাল থেকে চাকুলিয়া থানার রামপুরে রামপুর-চাকুলিয়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ। দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে তারা রামপুরে ৩১ নং জাতীয় সড়কে অবরোধ করে। একটি সরকারি বাস সহ একাধিক যানবাহন ভাংচুর করে। কার্যত উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। বিক্ষোভকারীরা জানিয়েছেন, ভোটের দিন তৃণমূলের দুষ্কৃতীরা বুথ দখল করেছিল।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের দিন উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় খুন হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। মৃত মহম্মদ শাহেনশা বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী। এলাকার তৃণমূল কর্মীদের অভিযোগ, কংগ্রেসের দুষ্কৃতীরাই এই হামলার ঘটনা ঘটিয়েছে। যদিও কংগ্রেসের তরফে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।