মেটেলির কিলকোট চা বাগানে হাতির হানায় ভাঙল দুটি শ্রমিক আবাস

চালসা, ৯ জুলাই (হি. স.) : মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের শ্রমিক আবাসে হাতির হানা । শনিবার রাতের কিলকোট চা বাগানের ৫ নম্বর লাইনের হাতির হামলায় গুড়িয়ে গেল দুটি শ্রমিক আবাস । আবাসের দেওয়াল ভেঙে তছনছ করল ঘরের আসবাবপত্র। ঘর থেকে পালিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচলেন বাড়ির লোকজন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ সংলগ্ন চাপড়ামারি জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে আসে ওই এলাকায়। হাতিটি বাগানের ৫ নম্বর লাইনের সুরাজ টোপপো ও জীতনী মাহালির আবাস গুঁড়িয়ে দেয়। ওই সময় পরিবারের লোকজন ঘর থেকে পালিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচেন। প্রায় ঘণ্টাখানেক পর স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি ফের জঙ্গলে চলে যায়। লাগাতার চা বাগানে হাতির হানা রুখতে বন দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাসিন্দারা। বন দফতরের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।