প্রাকৃতিক দুর্যোগ কেড়ে নিল প্রাণ, পুঞ্চে হড়পা বানে ভেসে দুই জওয়ানের মৃত্যু

শ্রীনগর, ৯ জুলাই (হি.স.): প্রবল বৃষ্টির জেরে হড়পা বানে ভেসে গেলেন দুই সেনা জওয়ান। শনিবার ভেসে যাওয়া ওই দুই জওয়ানের দেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ঘটনাটি ঘটেছিল জম্মু-কাশ্মীরের পুঞ্চে।

পুলিশ সূত্রে খবর, সুরানকোটের কাছে ডোগরা নালা পার হচ্ছিলেন ওই দুই জওয়ান। তখন আচমকাই হড়পা বান আসে ওই নালায়। দ্রুত সরে যেতে না পারায় জলের তোড়ে ভেসে যান দু’জনেই। দুই জওয়ানের কোনও হদিস না পেয়ে খোঁজ শুরু হয়। বেশ কিছু ক্ষণ খোঁজাখুঁজির পর ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে নায়েব সুবেদার কুলদীপ সিংয়ের দেহ উদ্ধার হয়।

শনিবার রাতে এক জওয়ানের দেহ উদ্ধার হলেও, আর এক জনের কোনও হদিস পাওয়া যায়নি। রবিবার সকালেও ওই জওয়ানের খোঁজে তল্লাশি চালানো হয়। সেই সময় তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। গত কয়েক দিন ধরে জম্মু-কাশ্মীরের নানা প্রান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। কোথাও হড়পা বান এসেছে, কোথাও ধস নেমেছে। কোথাও আবার সড়ক, সেতু ভেসে গিয়েছে। ডোডা জেলায় থাথরি-গুন্ডো সড়কে যাত্রিবাহী বাসের উপর ধস নেমে আসে। এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েক জন।