আগরতলা, ৮ জুলাই(হি.স.) : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা উপহার হিসেবে ত্রিপুরার সুস্বাদু কিউ আনারস পাঠালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এদিন ৯৮০ কেজি কিউ আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরার হর্টিকালচার ডিরেক্টর ফণী ভূষণ জমাতিয়া।
এদিন তিনি বলেন, ত্রিপুরায় কুইন ও কিউ দুই ধরণের আনারসের ফলন হয়। এর মধ্যে কিউ এতটাই সুস্বাদু আনারস যার চাহিদা রয়েছে বাজারে। দেশে একমাত্র ত্রিপুরাতে এই আনারসের উৎপাদন বেশি। দেশেও এই সুস্বাদু আনারসে চাহিদা অনেক। ত্রিপুরায় প্রায় ৬০ শতাংশ কিউ আনারস উৎপাদন হয়ে থাকে।
এদিন তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা উপহার হিসেবে ৭০০টি কিউ আনারস বাংলাদেশে পাঠানো হয়েছে। মোট ৯৮০ কেজি আনারস পাঠানো হয়েছে। সম্প্রতি বাংলাদেশ থেকেও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠানো হয়েছিল বলে জানান তিনি।