খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা

কলকাতা, ৫ জুলাই (হি. স.) : আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামিকাল শুনানির সম্ভাবনা।

পঞ্চায়েত নির্বাতনের দিন ঘোষণার কিছুদিন আগেই সরাসরি মুখ্যমন্ত্রী নামে একটি কর্মসূচি শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের জন্য চালু করা হয়েছিল একটি নম্বর। এ নিয়ে প্রথম থেকে আপত্তি জানিয়েছিল বিরোধীরা। এবার আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতে শুভেন্দু অধিকারী। মঙ্গলবারই এ বিষয়ে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যান তিনি। তবে ব্যাক্তিগত কারণ দেখিয়ে সেই মামলা সরিয়ে দেওয়া হয় প্রধান বিচারপতির কাছে। বুধবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে যান রাজ্যের বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে আমজনতার মন বুঝতে নতুন কর্মসূচি চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মাসে জানিয়ে দেন নির্দিষ্ট ফোন নম্বরও। ওই নম্বরে ফোন করে নিজেদের অভিযোগ জানাতে পারেন আমজনতা। নম্বরটি ৯১৩৭০৯১৩৭০। সকাল ১০ টা থেকে সন্ধে ৬টার মধ্যে এই নম্বরে অভিযোগ জানালে দ্রুত সুরাহা করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *