BRAKING NEWS

চুড়াইবাড়িতে দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন ক্ষুব্ধ ভোক্তারা


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি ১ন রেশন দোকানে  তালা ঝোলালো ক্ষুব্ধ ভোক্তারা৷ চুড়াইবাড়ি ১নং রেশন দোকানে প্রায় পনেরোশো এর অধিক কার্ড ছিল৷ বর্তমান চার মাস পূর্বে ভোক্তাদের সুবিধার্থে একটি রেশন দোকানকে তিনটিতে বিভক্ত করা হয়৷ একমাত্র ভোক্তাদের অসুবিধার কথা চিন্তা করেই খাদ্য দপ্তর রেশন দোকান বিভক্ত করে৷ কিন্তু বর্তমানে দেখা গেছে ,যে অসুবিধার কথা চিন্তা করে রেশন দোকান বিভক্ত করা হয়েছে এখন সাধারণ মানুষ উল্টো ভোগান্তির শিকার হচ্ছে৷ রেশন দোকানের কাছের ভোক্তাদের অনেক দূর দূরান্তের রেশন দোকানে নিয়ে যাওয়া হয়েছে৷ যার ফলে ভোক্তারা চরম হয়রানির শিকার হচ্ছেন৷ তাদের বক্তব্য অনেক দূর থেকে রেশন আনতে উল্টো কয়েকশো টাকা গাড়ি ভাড়া দিতে হয়৷ এ কারণেই  মঙ্গলবার ১নং রেশন দোকানে তালা ঝুলিয়ে প্রতিবাদ করতে থাকে বিক্ষুব্ধ ভোক্তারা৷ প্রতিবাদ দেখে পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জীব পাল এসে অতিরিক্ত মহকুমা শাসকের সঙ্গে কথা বললে তারা এই বিষয়ে পাত্তা দিতে নারাজ৷ তারা ঘটনাস্থলে আসেননি, যার ফলে ভুক্তভোগী ভোক্তাদের মধ্যে তীব্র খুব সঞ্চার হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *