নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷ অমরপুর থেকে শিলাছড়ি পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা৷ প্রশাসনের নিকট বহু বার দাবি জানালেও কাজের কাজ কিছুই হচ্ছে না৷ অবশেষে উক্ত রাস্তায় যাতায়াতকারী যানবাহনের শ্রমিকরা আন্দোলনে সামিল হয়েছেন৷ সোমবার সকালে অমরপুর থেকে শিলাছড়ি রাস্তার মোট পাঁচটি জায়গায় পৃথক পৃথক ভাবে পথ অবরোধে শামিল হয় মোটর শ্রমিকরা৷ অবরোধের ফলে বিস্তীর্ণ এলাকায় যান চলাচল সম্পূর্ণ স্তব্দ হয়ে পড়ে৷ রাস্তাটির দায়িত্ব থাকা এন এইচ আই সি ডি এল এর এক বাস্তুকারকে নিয়ে মন্ত্রী দাস পাড়ায় অবরোধ স্থলে পৌছায় করবুকের মহকুমা শাসক পার্থ দাস৷ আগামী সাত জুলাই থেকে রাস্তার সংস্কার কাজ শুরু করা হবে বলে লিখিত প্রতিশ্রুতি দেন এন এইচ আই সি ডি এর বাস্তুকার শঙ্কর দেব গৌড়৷ লিখিত প্রতিশ্রুতি পাবার পর রাস্তাটি অবরোধ মুক্ত করে দেওয়া হয়৷