উদয়পুরে দু-দিনব্যাপী রাজ্যভিত্তিক ওপেন ক্যারাটে টুর্নামেন্ট সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই।।দুদিন ব্যাপী রাজ্যভিত্তিক ওপেন ক্যারাটে প্রতিযোগিতার সম্পন্ন হয়েছে রবিবার বিকেলে। গত ১ ও ২ জুলাই ‘ত্রিপুরা স্টেট সুতো কান ক্যারাটে অ্যাসোসিয়েশন ও এবং ক্যারাটে স্কুল সুতোকান অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে উদয়পুর ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই আসর। ৮২ জন মেয়ে এবং ৭০ জন ছেলে এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেছে ।পয়েন্টের নিরিখে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় গোমতী জেলা এবং রানার্স আপ হয় সদর অর্থাৎ পশ্চিম ত্রিপুরা জেলা। সেখানে বিভিন্ন বিভাগে যেমন অনূর্ধ্ব পাঁচ বছর, অনূর্ধ্ব ১০ বছর, অনূর্ধ্ব ১৪ বছর, অনূর্ধ্ব ১৬ বছর, অনূর্ধ্ব ১৮ বছর এবং তার বেশি বিভাগের বিভিন্ন ওজনের ক্যাটাগরিতে ছেলে মেয়ে এবং পুরুষ মহিলা বিভাগের খেলোয়াড়রা পদক জয় করে। খেলায় কুমি ইভেন্ট প্রতিযোগিতায় সেরা বালিকার পুরস্কার পেয়েছে মনীষা দত্ত এবং সুলগ্না পোদ্দার। বালক বিভাগে সেরা  হয় নয়ন পাল। কাতা প্রতিযোগিতায় দুজন সেরার মধ্যেও নাম করে নেয় সুলগ্না পোদ্দার এবং অর্শীকা রাহা।  সমাপ্তি অনুষ্ঠানে অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা সভাধিপতি দেবল দেবরায়, নেতাজি সুভাস মহা বিদ্যালয়ের ক্রীড়া বিভাগ প্রধান ড: রবীন্দ্র কুমার, বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস, ভগিনী নিবেদিতা ইংলিশ মিডিয়াম প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা মিঠু রানী দাস, সুশান্ত দাস, সংস্থা সভাপতি অমিত পোদ্দার প্রমুখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *