অনিবার্য কারণে জম্পুইজলার ম্যাচ একদিন পিছিয়ে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই।। অনিবার্য কারণেই আগামীকালের খেলা একদিন পিছানো হয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত সি-ডিভিশন লিগ ফুটবলের খেলা এখন অন্তিম পর্যায়ে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১৮ জুনের বৃষ্টি বিঘ্নিত স্থগিত জম্পুইজলা প্লে সেন্টার বনাম এন এস আরসিসি-র ম্যাচটি তিন জুলাই সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বলে লীগ কমিটি থেকে ঘোষণা করা হয়েছিল। জম্পুইজলা প্লে সেন্টার আজ, রবিবার বিকেলে ম্যাচ খেলেছে ওরিয়েন্টাল ফুটবল ক্লাবের বিরুদ্ধে। অন্ততপক্ষে একদিনও বিরতি না দিয়ে আগামীকালই ফের ম্যাচের বিষয়টি পুনর্বিবেচনা করে লীগ কমিটির পক্ষ থেকে একদিন পিছিয়ে এনএস আরসিসি বনাম জম্পুই ডলার ম্যাচটি ৪ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, সাই স্যাগ বনাম আনন্দ ভবনের স্থগিত ম্যাচটি ৫ জুলাই বুধবার সকাল আটটায় অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *