গুয়াহাটি, ১ জুলাই ।।আসাম স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের উদ্যোগে আসামের ক্রীড়া সাংবাদিকতার শতবর্ষ পূৃর্তির অনুষ্ঠান শণিবার সম্পন্ন হয়। অনুষ্ঠানে ওই রাজ্যের এক ঝাঁক ক্রীড়া সাংবাদিককে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে ছিলেন ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে, এশিয়ান গেমসে পদকজয়ী স্প্রিন্টার হীমা দাস, লন বল-এর ভারতীয় তারকা নয়নমণি সৈকিয়া সহ প্রাক্তন তারকা ফুটবলার প্রসেন বোরা ও স্বাধীন ডেকারাজা, আসাম অলিম্পিকের সচিব, ক্রীড়া অধিকর্তা প্রমুখ। সভাপতিত্ব করেন আসাম স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি সুবোধ মল্ল বড়ুয়া।
শুরুতে এআইপিএস-এর সভাপতি জিয়ানি মার্লো ইতালি থেকে সরাসরি শুভেচ্ছা বার্তা দেন। পরে সমবেত সঙ্গীতে অংশ নেন আসামের প্রখ্যাত শিল্পীরা। স্বাগত ভাষনে সভাপতি সুবোধ মল্ল বড়ুয়া বলেন, একশ বছর আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঝামেলার একটি খবর আসামের সাপ্তাহিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। সেই সূত্র ধরেই খেলাধুলার খবরের ক্ষেত্রে শতবর্ষ পূর্তী অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়। হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকেও আসামের ক্রীড়া সাংবাদিকদের এই প্রয়াসকে ধন্যবাদ জানান। তিনি বলেন খেলোয়াড়দের সত্যিকার অর্থে উৎসাহিত করা এবং সকলের সামনে পৌঁছে দেয়ার আসল কাজটা করে থাকেন একমাত্র ক্রীড়া সাংবাদিকরা।
পরে এই অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকের সর্বভারতীয় সংগঠন স্পোর্টস জার্নালিস্টস ফেডারেশন অব ইন্ডিয়ায় দুই সহ-সভাপতি সরযূ চক্রবর্তী ও সম্বিত মহাপাত্রকে আয়োজকদের পক্ষে সংবর্ধনা জ্ঞাপন করেন দিলীপ তিরকে। এই অনুষ্ঠানেই আসামের প্রবীণ ক্রীড়াবিদ, ক্রীড়া সাংবাদিক থেকে বর্তমান প্রজন্মের ক্রীড়া সাংবাদিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ধন্যবাদ জ্ঞাপন করেন সচিব ইমতিয়াজ আহমেদ।