ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই।।বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা জানানো হলো মেট্রিক্স চেস আকাদেমির খুদে দাবাড়ুদের। বাংলা - ত্রিপুরা মৈত্রী মঞ্চের উদ্যোগে। শনিবার বিকেলে আগরতলা প্রেস ক্লাবে। মেট্রিক্স চেস আকাদেমির প্রায় ৫১ জন খুদে দাবাড়ুর হাতে সংশাপত্র সহ স্মারক তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। পাশাপাশি সংবর্ধনা জানানো হয় মেট্রিক্স চেস আকাদেমির কোচ কিরীটী দত্ত-কে। এছাড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাজ্যের খেলাধূলো এবং সাংবাদিকতার বিশিষ্ট কয়েকজনকে স্ব স্ব ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করা হয়। তাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। এছাড়া বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উদ্যোগপতি আশুতোষ দেব এবং শিবু ভট্টাচার্য। কর্মকর্তা হিসাবে জীবনপ্রীতি পুরস্কার তুলে দেওয়া হয়েছে এগিয়ে চলো সঙ্ঘের সচিব সুমন্ত গুপ্ত-কে। এছাড়া চিত্র সাংবাদিক হিসাবে প্রণব শীল, ক্রীড়া সাংবাদিক শান্তনু বনিক, ক্রিকেটার অরিন্দম বর্মন, ফুটবলার রতন কিশোর জমাতিয়া, জিমন্যাস্টিক্সে মোনালি কর, মহিলা ফুটবল কোচ সুশান্ত দেববর্মা, পুরুষ ফুটবল কোচ রাজেশ রায় চৌধুরি, মহিলা ফুটবলার মৌসুমী ওরাং, রেফারি সুকান্ত দত্ত, রাজ্য দাবায় সেরা দিগন্ত রায় এবং ইন্দ্রনাল চৌধুরি স্মৃতি পুরস্কার পাচ্ছেন পার্থ সারথি দেব পুরস্কৃত করা হয়। উদ্যোক্তাদের ওই উদ্যোগের ভূয়শি প্রশংলা করেন মেয়র সহ উপস্থিত অতিথিরা। সকলেই বিশ্বাস করেন ওই উদ্যোগে খুদে খেলোয়াড়রা উৎসাহিত হবে। যা আগামীদিনে তঁাদের আরও ভালো খেলতে সাহায্য করবে।
2023-07-01