কোচবিহার, ২৬ জুন (হি. স.) : পঞ্চায়েত ভোটের প্রচারে উত্তরবঙ্গে পৌছে গেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহার থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী। এদিন কোচবিহারের চান্দামারিতে জনসভার শুরুতেই বিএসএফকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বিএসএফের গুলিতে নিহত স্বজনহারাদের পাশে থাকবে তৃণমূল, এদিন এ বার্তাও দেন তৃণমূল সুপ্রিমো।
তিনি বলেন, ‘গুলি করে মারা যেন অধিকারের মধ্যে পড়ে গিয়েছে। খবর আছে বর্ডারে গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাবে। ভোটের আগে আপনাদের ভয় দেখাবে। বিএসএফ ভয় দেখালে আমাদের এসে জানান’। বকেয়া টাকা নিয়ে এদিন ফের কেন্দ্রকে কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, ‘বাংলা থেকে টাকা তুলে নিয়ে গিয়ে প্রাপ্য টাকা দেয় না। গ্রামের রাস্তা তৈরির টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। কোচবিহার বিমানবন্দর তৈরির সব টাকা রাজ্য সরকার দিয়েছে। একশো দিনের কাজে ৭ হাজার কোটি টাকা পাওনা দেয়নি কেন্দ্র। বিধবা ভাতার টাকা কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।’ পঞ্চায়েতে জিতে বকেয়া টাকা ছিনিয়ে আনবেন বলেও জানান মমতা। পাশাপাশি তিনি বলেন, উত্তরবঙ্গে অর্থনৈতিক করিডর হবে। কাজের জন্য বাইরে যেতে হবে না। বিজেপির বিরুদ্ধে সরব হয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘যেখানে বিজেপি গুন্ডামি করবে, হাতা-খুন্তি নিয়ে রুখে দাঁড়ান। পঞ্চায়েত এবার থেকে আমরা নিয়ন্ত্রণ করব। আমরা চাই মানুষের পঞ্চায়েত।’
এদিন সভাকে ঘিরে উপচে পড়েছে মানুষের ভিড়। কোচবিহারের দক্ষিণ বিধানসভার চান্দামারিতে প্রাণনাথ হাইস্কুল প্রাঙ্গনে সভা করেন মমতা। সভাস্থলের পাশেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মাঠে তৈরি করা হয়েছে হেলিপ্যাড। কপ্টারে করে সভাস্থলে আসেন মুখ্যমন্ত্রী। কোচবিহারের জনসভা শেষ করার পর তৃণমূল নেত্রী জলপাইগুড়ি জেলায় মালবাজার যাবেন বলে খবর। সেখানে মঙ্গলবার মালবাজার সংলগ্ন এলাকাতেও তিনি জনসভা করতে পারেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। উত্তরবঙ্গজুড়ে আরও কয়েকটি সভা করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি, মঙ্গলবার থেকে প্রচারে নামছেন দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নদিয়া জেলা থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মঙ্গলবার দুপুর ১টায় হাঁসখালিতে জনসভা করবেন অভিষেক। এরপর দুপুর ২ টায় মুর্শিদাবাদের ডোমকলে রোড-শো রয়েছে তাঁর। নির্বাচনে আগে বর্ধমান, বীরভূম, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে সহ একাধিক জেলায় প্রচারে যাবেন তিনি।
কোচবিহারের জনসভা শেষ করার পর তৃণমূল নেত্রী জলপাইগুড়ি জেলায় মালবাজার যাবেন বলে খবর। সেখানে মঙ্গলবার মালবাজার সংলগ্ন এলাকাতেও তিনি জনসভা করতে পারেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। উত্তরবঙ্গজুড়ে আরও কয়েকটি সভা করার কথা রয়েছে তাঁর।

