টিএফএ-র নতুন‌ যুগ্ম সচিব তপন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন।। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুনভাবে যুগ্ম সচিব নির্বাচিত হয়েছেন টাউন ক্লাবের তপন সাহা। আজ, শনিবার রাজ্য ফুটবল সংস্থার গভর্ণিং বডির সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া উনি লিগ কমিটির সচিবও নির্বাচিত হয়েছেন। টিএফএ অনুমোদিত একটি ক্লাব তাদের প্রতিনিধি পরিবর্তনের পরিপ্রেক্ষিতে মূলতঃ মনোজ দাসের স্থলাভিষিক্ত হয়েছেন তপন সাহা। রাজ্য ফুটবল সংস্থার সচিব অমিত চৌধুরি এখবর জানিয়েছেন।