কলকাতা, ২৩ জুন (হি.স.): পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের কারণে এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষার দিন পরিবর্তন করল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড । ৯ জুলাই দুপুর ১২ তা থেকে এই পরীক্ষাটি হওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তন করে ওই পরীক্ষার দিন ৩০ জুলাই নির্ধারণ করা হয়েছে। শুক্রবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে সেই কথা। এছাড়াও আগামীকাল থেকে পরীক্ষার এডমিট কার্ড জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা ডাউনলোড করতে পারবেন বলেও জানানো হয়েছে।
৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে। তারপর ভোট গণনা। যে কারণে রাস্তায় যানবাহনের অপর্যাপ্ততা থাকবে ওই দিনগুলিতে। তাই ৯ জুলাই প্রবেশিকা পরীক্ষা হলে জেলা থেকে পরীক্ষার জন্য আবেদন করা অনেক পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে এসে পৌঁছাতে পারবেন না অথবা আসার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। সেই আশঙ্কা থেকে ও সব দিক বিবেচনা করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা পিছিয়ে দিয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। একই সঙ্গে আগামী ৮ জুলাই যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা জেইসিএ প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা ছিল সেটি ২৩ জুলাই দুপুর দুটোয় নেওয়া হবে বলে জানানো হয়েছে।