শ্রীনগর, ২৩ জুন (হি.স.): উপত্যকার জনগণের জন্য আরও একটি সুখবর, শুক্রবার জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে উদ্বোধন হল একটি ডিজিটাল মুভি থিয়েটারের। জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা কিশতওয়ারে ওই ডিজিটাল মুভি থিয়েটারের উদ্বোধন করেছেন। উপ-রাজ্যপাল বলেন, প্রায় তিন দশক পরে এমনটা হল জম্মু ও কাশ্মীরে।
টুইট করে উপ-রাজ্যপাল মনোজ সিনহা জানান, “অমৃত কালে শান্তি ও উন্নয়নের একটি নতুন যুগের সাক্ষী হচ্ছে জম্মু ও কাশ্মীর। প্রায় তিন দশক পর সুরম্য কিশতওয়ারে একটি সিনেমা থিয়েটার চালু করা উচ্চাকাঙ্খী সমাজের প্রতীক।”