ধোলপুর, ২৩ জুন (হি. স.) : বৃহস্পতিবার রাতে রাজস্থানের বদি মহকুমা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই বাইক আরোহী যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে একটি গাড়ি বাইকটিকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ নিহত দুজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
বদি কোতোয়ালি থানার ইনচার্জ মহেন্দ্র চৌধুরী জানিয়েছেন, বাসেদি এলাকার সালেমপুরের বাসিন্দা বাইক আরোহী ৪০ বছর বয়সী কিষাণ ও তার বন্ধু ব্রিজকিশোরের (৪৫) সঙ্গে সাইপাউতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন। বদি ছেড়ে যাওয়ার পর কানসুটিখেদা সেতুতে একটি গাড়ি বাইকটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পুলিশ নিহতদের দেহ ময়নাতদন্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। চালকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।