সোনভদ্র, ২০ জুন (হি. স.) : উত্তর প্রদেশের বাবনি থানা এলাকার চৌনা গ্রামে পুকুর থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার সকালে যুবকের দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে।
চাউনা বেহেরাদোল গ্রামের বাসিন্দা রাজকুমার (৩৪) সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে কোথাও যাওয়ার জন্য বেরিয়েছিলেন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে নিয়ে দুশ্চিন্তা শুরু করে। পরিবারের লোকজন গ্রামে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা জানতে পারে রাজকুমারের দেহ পুকুরে ভাসতে দেখা গেছে। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুকুরে পৌঁছান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাজকুমারের স্ত্রী ছত্তিশগড়ের ত্রিশূলিতে তার মাতৃগৃহে থাকেন, যখন তার তিন মেয়ে তাদের দাদা-দাদির সাথে থাকে। ঘটনাস্থলে উপস্থিত সাব ইন্সপেক্টর গোপীচাঁদ ঘটনার তদন্ত শুরু করেছেন।

