ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন।। ক্যারাটে খেলোয়াড়ের জন্মদিন উদযাপন উপলক্ষে আজ, সোমবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টায় আগরতলা রবীন্দ্রভবন প্রাঙ্গণে প্রতিবছরের ন্যায় এই বছরও ক্রীড়া সংগঠক তনয় দাসের ছেলে বিপ্রজিত দাসের দশম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরই বিপ্রজিতের এই জন্মদিনটি বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়। বিপ্রজিত দাস পরপর দুবার আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় দেশের হয়ে খেলে রাজ্য এবং দেশের জন্য স্বর্ণপদক এনেছে। উল্লেখ্য , রক্তদান শিবির অনুষ্ঠানে রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায় এবং আই পি এস কিরণ কুমার সহ অন্যান্য বিশেষ অতিথিরাও উপস্থিত ছিলেন । প্রত্যেকেই বিপ্রজিতের দীর্ঘায়ুর পাশাপাশি খেলাধুলা এবং পড়াশোনায় আরো সাফল্য কামনা করেছেন। এ ধরনের সামাজিক কর্মকান্ড আয়োজনে বিপ্রজিতের পিতা-মাতা সহ পরিবার-পরিজনদের ভূয়ষী প্রশংসা করেন। বিপ্রজিতের হয়ে তার পিতা তথা ক্রীড়া সংগঠক তনয় দাস সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
2023-06-19

