সেন্ট পলস -৪ মতিনগর স্কুল-১
(তাংসোরাই-২, জুলিয়াস-২) (প্রীতম)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন।। অনেকটা প্রত্যাশিতভাবেই স্কুল ফুটবলে সেরার খেতাব দখল করলো সেন্ট পলস্ স্কুল। শনিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে বুখিরী দেববর্মার ছেলেরা কার্যত একতরফা খেলে পরাজিত করে মতিনগর স্কুলকে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত কাজল স্মৃতি অনূর্ধ্ব-১৪ ফুটবলে। ফলাফল ৪-১। ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলো সেন্ট পলস স্কুলের ফুটবলাররা। দক্ষতা, শক্তি এবং গতি- তিন বিভাগেই মতিনগরের ফুটবলারদের থেকে অনেকটাই এগিয়ে ছিলো জুলিয়াস রিয়াং-রা। তবে শুরুতেই গোল পেয়ে গিয়েছিলো মতিনগর স্কুল। ৮ মিনিটে প্রীতম লস্করের গোলে এগিয়ে গিয়েছিলো মতিনগর। গোল হজম করতেই সমতা ফেরাতে মরিয়া হযে উঠে সেন্ট পলস স্কুলের ফুটবলাররা। তবে বেশীক্ষণ সেন্ট পলস স্কুলকে অপেক্ষা করতে হয়নি। ১৭ মিনিট। কাউন্টার অ্যাটাক থেকে সেন্ট পলস স্কুলের হয়ে সমতা ফেরায় তাংসোরাই রিয়াং। এরপর মতিনগর স্কুলের ফুটবলাররা ক্রমাগত আক্রমণ করলেও বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠে দুদলের ফুটবলাররা। তবে দমের অভাবে কিছুটা পিছিয়ে পড়ে মতিনগর স্কুলের ফুটবলাররা। এখানেই এগিয়ে যায় সেন্ট পলস। ৪৭ মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোল করে তাংসোরাই। এরপর ম্যাচের ৫৮ এবং ৬২ মিনিটে পর পর দুটি গোল করে সেন্ট পলস স্কুলের জয় নিশ্চিত করে জুলিয়েস রিয়াং। শেষ পর্যন্ত ৪-১ গোলে জয় পেয়ে সেরার শিরোপা দখল করে সেন্ট পলস স্কুল। রেফারি বিশ্বজিৎ দাস লাল কার্ড দেখান মতিনগর স্কুলের মহ: মুস্তাফাকে।