সৌমেন্দ্র সূত্রধনেরর শহীদান দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ রাজ্যের খাদ্য আন্দোলনে শহীদ সৌমেন্দ্র সূত্রধরের স্মৃতিতে রবিবার শহীদান SFI TRIPURAদিবস পালন করল এসএফআই রাজ্য কমিটি৷ ১৯৬৭ সালের ১৭ এপ্রিল এমনি দিনে খাদ্য আন্দোলনে সামিল হয়ে শহীদ হয়েছিলে সৌমেন্দ্র সূত্রধর৷ এই দিনে সৌমেন্দ্র সূত্রধরের স্মৃতিতে শহীদান দিবস পালন করল বাম ছাত্র সংগঠন এসএফআই৷ প্যারাডাইস চৌমুহনীর অস্থায়ী শহীদ বেদি তৈরী করে এদিন এসএফআই এর কর্মী সমর্থকরা শ্রদ্ধা নিবেদন করেন৷ আর আজকের দিনেও সৌমেন্দ্র সূত্রধর প্রাসঙ্গিক বলে নিজ প্রতিক্রিয়া জানালেন এসএফআই রাজ্য সভানেত্রী নিলাঞ্জনা রায়৷ নিলাঞ্জনা জনানা ১৯৬৭ সালে খাদ্য আন্দোলনে সামিল হয়ে এই ১৭ এপ্রিল শহীদ হয়েছিলে সৌমেন্দ্র সূত্রধর৷ তার স্মৃতিতে এদিন শহীদন দিবস পালন করল এসএফআই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *