শ্রীনগর, ১২ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের হান্দওয়ারায় বিস্ফোরক উদ্ধার করল সুরক্ষা বাহিনী। সোমবার সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কুপওয়ারা হান্দওয়ারা-নওগাঁ রাজ্য মহাসড়কের একটি কালভার্টের কাছে ভাটপুরা গ্রামের একটি সাধারণ এলাকায় আইইডি উদ্ধার করেছে। যদিও পুলিশ বলল আইইডি নয়, অনেক পুরানো মর্টার শেল সেটি।
পুলিশ জানিয়েছে, সোমবার সকালে বিএসএফ-এর একটি রোড ওপেনিং পার্টি জানায়, একটি কালভার্টের কাছে ভাটপুরা গ্রামের সাধারণ এলাকায় একটি ‘আইইডি’ উদ্ধার হয়েছে। পরে পুলিশ সেই বিস্ফোরকটি খতিয়ে দেখে এবং জানায় আইইডি নয়, অনেক পুরানো মর্টার শেল সেটি। উদ্ধার হওয়া মর্টার শেলটি বেশ কিছুদিন ধরে ওই স্থানে পড়ে থাকতে পারে।