নয়াদিল্লি, ৯ জুন (হি.স.) :কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ডিজিটাল নাগরিকদের যাতে কোনও ক্ষতি করতে না পারে, তা নিশ্চিত করতে এই প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করবে কেন্দ্র সরকার। শুক্রবার এমনটাই জানালেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে গত ৯ বছরে ভারত ডিজিটালাইজেশনের প্রেক্ষিতে কতদূর এগিয়েছে শুক্রবার সেই বিষয়ে একটি প্রেজেন্টেশন দেন রাজীব চন্দ্রশেখর। সেই উপস্থাপনার সময় রাজীব চন্দ্রশেখর বলেন, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ডিজিটাল নাগরিকদের যাতে কোনও ক্ষতি করতে না পারে, সেই উদ্দেশ্যে এই প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করবে কেন্দ্র সরকার। তাঁর কথায়, ‘ইন্টারনেটে বিষাক্ত পরিস্থিতি এবং অপরাধ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল নাগরিকদের ক্ষতি করার চেষ্টা আমরা সফল হতে দেব না।’ তিনি বলেন, ৮৫ কোটি ভারতীয় ইন্টারনেট ব্যবহার করে, ২০২৫ সালের মধ্যে যে সংখ্যাটা ১২০ কোটিতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
ইন্টারনেট থেকে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে অপরাধের সংখ্যা বাড়ছে। এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, ডক্সিংয়ের মতো অপরাধ বাড়ছে। আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়, কেন্দ্র এবং রাজ্য সরকারকে এই বিষয়ে কঠোরভাবে কাজ করতে হবে।

