নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ তীব্র গরমে যখন জ্বালা ক্রমশ বেড়েই চলেছে৷ প্রচন্ড গরম থেকে খানিকটা রেহাই পাওয়ার জন্য অনেকেই সহ ঠান্ডা পানীয় এবং ডাবের জল পান করেন৷ সেই সুবাদে বাজারে ডাবের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে৷ ছোট মাঝারি ডাব ৭০-৮০ টাকা এবং বড় আকারের দাম ন্যূনতম ১০০ টাকায় বিক্রি হচ্ছে৷ গরমে ডাবের দাম বৃদ্ধি পেলেও খানিকটা স্বস্তি ডাবের জলে চাহিদা ক্রমশ বেড়ে চলেছে৷ শুধু রাজধানীর আগরতলা শহরেই নয় রাজ্যের শহর ও বাজার হাটেও ডাবের চাহিদা ক্রমশ বেড়েই চলেছে৷ ডাবের পাশাপাশি তালের জলের চাহিদাও বাড়ছে৷
হাসফাস গরমে নাজেহাল সাধারন মানুষ৷ এই গরম থেকে স্বস্তি পেতে বাজারের বিভিন্ন ঠান্ডা পানীয়র যথেষ্ট চাহিদা রয়েছে৷ বাজারে কচি ডাবেরও যথেষ্ট চাহিদা রয়েছে৷ কচি নারকেলের ডাবের পাশাপাশি তালের শাঁসেরও চাহিদা রয়েছে বাজারে৷ তেলিয়ামুড়ার অম্পি চৌমুহুনী এলাকায় জাতীয় সড়কের পাশে দেখা যায় তালের শাস ও কচি নারকেলের ডাব বিক্রয় করছেন বিক্রেতারা৷ এক বিক্রেতা জানান গরমের সময় এই তালের শ্বাস ও ডাব বিক্রয় করে সংসার প্রতিপালন করেন৷ একই সাথে গরমের মধ্যে মানুষকে একটু তৃপ্তিও দেওয়া যায়৷ গ্রামীণ এলাকা থেকে ডাব গুলি ক্রয় করে আনেন৷
2023-06-07

