পাটনা, ৭ জুন (হি.স.) : ওডিশার বালেশ্বরে গত শুক্রবারের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিহারের বাসিন্দা ৪৩ জন যাত্রীর। বুধবার বিহারের রাজ্য ব্যবস্থাপনা মন্ত্রী শাহনওয়াজ আলম এমনটাই জানিয়েছেন। মন্ত্রী জানিয়েছেন, বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় বিহারের বাসিন্দা ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৪৩ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বেশ কয়েকদিন অতিক্রান্ত হলেও, এখনও খোঁজ পাওয়া যায়নি ৮৮ জনের।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় ওডিশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস-সহ তিনটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অসংখ্য যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা ২৮৮, আহতের সংখ্যা প্রায় হাজার। এখনও খোঁজ পাওয়া যায়নি বহু যাত্রীর, অনেক দেহ শনাক্ত করাও যায়নি। মৃতদের শনাক্ত করার জন্য ডিএনএ নমুনা পাঠানো হয়েছে এইমস দিল্লিতে।

