BRAKING NEWS

প্রতিবাদ থেকে সরলেন দাঁড়ালেন সাক্ষী মালিক, আজ যোগ দিলেন চাকরিতে

নয়াদিল্লি, ৫ জুন (হি.স.) : কুস্তিগীরদের আন্দোলনের প্রধান মুখ ছিলেন সাক্ষী মালিক। সংসদ অভিযানে তাঁকে পুলিশের কাছ থেকে হেনস্থা হতে হয়েছিল। এরজন্য শোরগোল পড়ে গিয়েছিল ক্রীড়াজগৎ থেকে সর্বত্র। আর কুস্তিগীরদের প্রতিবাদ সারা দেশে বিক্ষোভের আগুন জ্বালিয়েছিল। এই প্রতিবাদের আগুন আজও জ্বলছে।

এই পরিস্থিতির মধ্যে সেই সাক্ষী মালিক এবার কুস্তিগীরদের প্রতিবাদ থেকে সরে দাঁড়ালেন। তিনি রেলের কর্মী। সোমবার তিনি নিজের দফতরে কাজে যোগ দিয়েছেন। আর এই খবর প্রকাশ্যে আসতেই এনিয়ে শুরু হয়েছে হইচই।
তাহলে কি একদিন আগে অমিত শাহের সঙ্গে কুস্তিগীরদের বৈঠকের পর আন্দোলনের সমাপ্তি ঘটছে চলেছে?

উল্লেখ্য, গত শনিবার মধ্যরাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে কুস্তিগিরদের এক প্রতিনিধিদল। সেই বৈঠকে থেকে বেরিয়ে আলোচনা ফলপ্রসূ হয়নি বলে জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই আচমকা এই সিদ্ধান্ত নেওয়ায় গোটা দেশ বিস্মিত হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *