বঙ্গোপসাগরে ভূমিকম্প

নয়াদিল্লি, ৫ জুন (হি. স.) : ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর। সোমবার সকালে রিখটার স্কেলে ৩.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ওড়িশার কাছাকাছি পুরী এবং ভুবনেশ্বর থেকে যথাক্রমে ৪২১ কিলোমিটার ও ৪৩৪ কিলোমিটার দূরে। এখনও পর্যন্ত এই ভূমিকম্পে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনএসসি) জানিয়েছে, সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এনসিএসর দেওয়া তথ্য অনুসারে, ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মায়ানমারের কাছে বঙ্গোপসাগরের তলদেশে।

এর আগে চলতি বছরের ১ জানুয়ারি রিখটার স্কেলে ৪.৫ মাত্রার একটি ভূমিকম্পে এই অঞ্চলে কেঁপে উঠেছিল। ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার গভীরে। নতুন বছরের শুরুর দিনে সকাল ১০টা ৫৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া গত বছরের ৫ ডিসেম্বর বঙ্গোপসাগরে রিখটার স্কেলে ৫.১ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। সেদিন সকাল ৮টা ৩২ মিনিটে ওই ভূমিকম্পটি বঙ্গোপসাগরের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *