আগরতলা, ৪ জুন (হি.স.): ত্রিপুরা বিধানসভায় আগামীকাল উত্তর পূর্বাঞ্চল জোনের সিপিএ কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। উত্তর পূর্বাঞ্চলের সকল অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং উচ্চপর্যায়ের বিধানসভার সচিব ও আধিকারিকরা এদিনের এই বৈঠকে উপস্থিত থাকবেন। আজ রবিবার এক সাংবাদিক সম্মেলনে এমটাই জানালেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।
এদিন তিনি বলেন, সিপিএ মোট চারটি জোন আছে। এ জোনগুলির আলাদাভাবে সম্মেলন হয়ে থাকে। নর্থ ইস্টার্ন জোন থ্রীর কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে ত্রিপুরায়। এদিন উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্য পর্রবতী সিপিএ–র সম্মেলনে অনুষ্ঠিত হবে তা আলোচনা করা হবে। পাশাপাশি আগামী বৈঠকে কে সভাপতিত্ব করবেন তা নিয়েও আলোচনা করা হবে। তাছাড়া,যোগাযোগ ব্যবস্হা, পরিকাঠামো বৈঠক, সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে।
সাথে তিনি যোগ করে বলেন, ত্রিপুরায় মোট ৪১ জন আসছেন বৈঠকে অংশগ্রহণ করার জন্য। তাঁদের ত্রিপুরায় অতিথি হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ তাঁরা ত্রিপুরায় এসে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রীর আহ্বানে নৈশভোজে অংশ গ্রহণ করবেন। সোমবার সকালে তাঁরা ত্রিপুরাসুন্দরী মন্দির ও নীরমহল সহ বিভিন্ন জায়গা পরিদর্শনে যাবেন।