ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জুন।।সহজ জয় সেন্ট আর্নল্ডস স্কুলের। দ্বিতীয় জয় পেলো ওই স্কুল। শনিবার পরাজিত করলো কুলাই কলোনী হাই স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্ত: স্কুল ক্রিকেটে। কুলাই স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে সেন্ট আরনল্ডস স্কুল ১৬৯ রানে পরাজিত করে কুলাই কলোনী হাই স্কুলকে। সেন্ট আরনল্ডস স্কুলের গড়া ২২৮ রানের জবাবে কুলাই কলোনী হাই স্কুল মাত্র ৫৯ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের শান উপাধ্যায় ব্যাট হাতে ৫০ রান করার পর বল হাতে ৪ উইকেট নেয় এবং বিজীত দলের নয়ন শর্মা ৫ উইকেট পেয়েছে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে সেন্ট আরনল্ডস স্কুল ২২৮ রান করে। দলের পক্ষে শান উপাধ্যায় ৪৬ বল খেলে ১১ টি বাউন্ডারির সাহায্যে ৫০, দ্বীপ রুদ্র পাল ১৫ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭, সৌরভ চক্রবর্তী ১৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮, ইন্দ্রজিৎ রুদ্রপাল ১৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং রূপম পাল ৪০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। দল অতিরিক্ত খাতে সর্বোচ্চ পায় ৭৫ রান। কুলাই কলোনী হাই স্কুলের পক্ষে নয়ন শর্মা (৫/২৬) এবং শুভঙ্কর দাস (২/৩৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে মাত্র ৫৯ রানে গুটিয়ে যায় কুলাই স্কুল। দল সর্বোচ্চ ২৮ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে একমাত্র বিশ্বজিৎ রুদ্রপাল (১২) দুই অঙ্কের রানে পা রাখে। সেন্ট আরনল্ডস স্কুলের পক্ষে শান উপাধ্যায় (৯/৪), রূপম পাল (৩/৯) এবং রোহন দেব (৩/১১) সফল বোলার।
2023-06-03