BRAKING NEWS

প্রকাশ্যে অফিসে ঢুকে স্ত্রী’র পেটে ছুরি চালাল স্বামী, ধর্মনগরে চাঞ্চল্য

প্রকাশ্যে অফিসে ঢুকে স্ত্রী’র পেটে ছুরি চালাল স্বামী, ধর্মনগরে চাঞ্চল্য
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ ধর্মনগর পুরাতন মোটর স্ট্যান্ডস্থিত তহশীল অফিসে এক মহিলা তহশিলদারকে ছুরিকাহত করে হত্যা করার চেষ্টা করে তার স্বামী৷ অভিযুক্তকে গ্রেফতার করছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনাকর পরিস্থিত বিরাজ করছে৷ ধর্মনগর শহরের প্রাণ কেন্দ্রে প্রকাশ্য  দিবালয়ে তহশিল অফিসে ডুকে তহশীলদেরকে প্রাণে মারার চেষ্টা করে তার স্বামী৷ ঘটনা বুধবার বিকালে ৩:৩০ নাগাদ ধর্মনগর তহশিল অফিসে৷ ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের মতো অফিসে বসে কাজ করছিলেন পম্পা দেব কাননগো নামে মহিলা তহশীলদার৷ সেই সময় হঠাৎ অফিসে আসে স্বামী জুয়েল দত্ত৷  অফিসে ঢুকে স্ত্রীর হাত থেকে  থেকে মোবাইল কেড়ে নেয় জুয়েল৷ এরপর একটি ধারালো ছুরি দিয়ে স্ত্রীর পেটে আঘাত করে৷ সেই সময় অফিসে অন্যান্য কর্মচারীরাও উপস্থিত ছিলেন৷ সকলের সামনেই এই ঘটনা ঘটে বলে জানা যায়৷ পরবর্তীতে  অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীদের সহযোগিতায় আহত  তহ শীতলদার পম্পাকে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে৷ সেখানেই চিকিৎসা চলছে তার৷ এই ঘটনার পর ঘাতক স্বামী জুয়েলকে ছুরি সহ আটক করে পুলিশ৷ এই ঘটনা জানতে পেরে জেলা হাসপাতালে ছুটে যান মহকুমা শাসক বিবেক এইচডি সহ অফিসের কর্মচারীরা৷ ঘটনার তদন্ত করছে পুলিশ৷  জানা গেছে নিজেদের পারিবারিক সমস্যার কারণেই এই ঘটনা ঘটেছে ঊ
স্ত্রী জানায় সবসময় বাড়িতেও নাকি মারধর করে উনার স্বামী জুয়েল দত্ত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *