নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): প্রয়াত হয়েছেন মহারাষ্ট্রের চন্দ্রপুরের কংগ্রেস সাংসদ বালু ধানোরকার। মঙ্গলবার ভোরে দিল্লির মেদান্তা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে চন্দ্রপুরের কংগ্রেস সাংসদের বয়স হয়েছিল ৪৭ বছর। রেখে গেলেন স্ত্রী প্রতিভা ও দুই ছেলেকে। মহারাষ্ট্রের কংগ্রেস মুখপাত্র অতুল লোন্ধে জানিয়েছেন, মঙ্গলবার ভোরে দিল্লির মেদান্তা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চন্দ্রপুরের কংগ্রেস সাংসদ বালু ধানোরকার।
কংগ্রেস নেতা বালাসাহেব থোরাট বলেছেন, “কিডনিতে পাথরের চিকিৎসার জন্য গত সপ্তাহে তাঁকে নাগপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাঁকে দিল্লির হাসপাতালে রেফার করা হয়, কিন্তু প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। মঙ্গলবার জীবনাবসান হয়েছে তাঁর।”
কংগ্রেস সাংসদ বালু ধানোরকারে প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এক টুইট বার্তায় লোকসভার স্পিকার জানিয়েছেন, মহারাষ্ট্রের চন্দ্রপুরের কংগ্রেস সাংসদ বালু ধানোরকারের মৃত্যুর খবর দুঃখজনক। তাঁর প্রয়াণ আমাদের সকলের জন্য অপূরণীয় ক্ষতি।