তালবাহানা চলছেই, আজও গঠিত হল না শ্রীনাথপুর পঞ্চায়েত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ দীর্ঘ তালবাহানার পর আজও শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত গঠন হল না৷ কয়েকবার পঞ্চায়েত প্রধানকে নিয়ে অভিযোগের কারণে অনাস্থা প্রস্তাব পাস হওয়ায়  পঞ্চায়েত ভেঙ্গে যায়৷
 কয়েক মাস পূর্বেও গৌরনগর আরডি ব্লকের ভিডিওর উপস্থিতিতে তৎকালীন সময় ভোটাভুটি হলেও বিভিন্ন সমস্যার কারণে পঞ্চায়েত গঠন হয়নি৷  অনেকদিন এভাবে চলতে থাকে যার কারণে পঞ্চায়েতের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এলাকার মানুষ৷ ১৩ আসন বিশিষ্ট শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির ছয় জন প্রার্থী ও সিপিএমের পাঁচ জন প্রার্থী এবং কংগ্রেসের পক্ষ থেকে দুজন প্রার্থী জয়লাভ করেন ২০১৯ সালের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে৷কিন্তু কারোরই কোন সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সিপিএম এবং বিজেপি মিলে পঞ্চায়েত গঠন করলেও পরবর্তী সময় প্রধানের বিরুদ্ধে অভিযোগ থাকার কারণে পঞ্চায়েতটি ভেঙ্গে যায়৷ আজ এ ব্যাপারে প্রধান এবং উপপ্রধান নির্বাচনের জন্য ভোটাভুটি গ্রহণ করা হবে বলে দুপুর বারোটায় প্রিসাইডিং অফিসার শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে উপস্থিত হলেও বিজেপির চারজন সদস্য এবং সিপিআইএম দলের একজন পঞ্চায়েত সদস্য এই ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি৷ যার কারনে আজও প্রধান এবং উপপ্রধান নির্বাচন করা সম্ভব হয়নি৷ যার কারণে এই ভুটাভুটিতে যারা উপস্থিত হয়েছিলেন তারা ক্ষুদ্ধ হন এবং বলেন পরিকল্পিতভাবে বিজেপি দলের পঞ্চায়েত সদস্যরা আজকের এই ভোটাভুটি থেকে বিরত থাকেন৷ ফলে এই সমস্যা শুরু হওয়ার কারণে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত৷ যাতে এই সমস্যার সমাধান হয় সেদিকেই তাকিয়ে রয়েছে এলাকার মানুষ৷ বর্তমানে এই পঞ্চায়েতে আর ১৩ জন পঞ্চায়েত সদস্য নেই৷ বিজেপির এক পঞ্চায়েত সদস্যা সরকারি চাকরি পাওয়ার কারণে তিনি পদত্যাগ করেন এবং কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যা ব্যক্তিগত কারণে পদত্যাগ করার কারণে সংখ্যা দাঁড়িয়েছে ১১ তে৷ আজকের এই ভোটাভুটিতে অংশগ্রহণ করেন সিপিএমের চারজন পঞ্চায়েত সদস্য এবং কংগ্রেসের একজন পঞ্চায়েত সদস্য৷ আজকের এই প্রধান এবং উপ- উপপ্রধান নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ উপস্থিতি না হওয়ার কারণে পিছিয়ে যায় প্রধান এবং উপপ্রধান নির্বাচন৷ কবে নাগাদ হবে প্রধান এবং উপপ্রধান নির্বাচন তা এখনো নিশ্চিত ভাবে কোন কিছু বলা যাচ্ছে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *