বাঁকুড়া, ২৭ মে (হি. স.) : গ্ৰীষ্মে রক্তের যোগান কম থাকায় চাহিদা ওঠে তুঙ্গে।সেই চাহিদা পূরণে এগিয়ে এলেন পুলিশ কর্মীরা। শনিবার সকালে বাঁকুড়া পুলিশ লাইনে জেলা পুলিশ ওয়েলফেয়ার এর উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
১২ জন মহিলা কর্মী সহ ৮১জন পুলিশ কর্মী রক্তদান করেন।অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি ,ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক বিপ্রদাস মিদ্যা ,পৌরপ্রধান অলকা সেন মজুমদার উপস্থিত ছিলেন।পুলিশ ওয়েলফেয়ারের পক্ষে গৌতম সেন বলেন সামাজিক দায়িত্ব পালনে এই রক্তদান শিবিরের আয়োজন।-বাঁকুড়া ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক বিপ্রদাস মিদ্যা বলেন এই গ্ৰীষ্মে রক্তের যোগান কমে যাওয়ায় থ্যলাসেমিয়া আক্রান্ত শিশু তাদের পরিবার অসহায় হয়ে পড়েন।তিনি আশা প্রকাশ করে বলেন আজকের সংগৃহীত রক্ত মূমূর্ষূ রোগী ও থ্যলাসেমিয়া আক্রান্ত শিশুদের মুখে হাসি ফোটাবে।