ক্রীড়া প্রতিনিধি, আগরতলা,২৬ মে।। রাজ্য ক্রিকেটের উন্নতি কল্পে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন যে উদ্যোগ হাতে নিয়েছে, সেগুলো ক্রমশ বাস্তবায়নের লক্ষ্যে এগুচ্ছে। একে একে কোচের দায়িত্বভার হাতে তুলে নিয়েছেন সন্দীপ দাহাদ ও পল্লব দাশগুপ্ত। রাজ্য মহিলা সিনিয়র দল এবং ছেলেদের অনূর্ধ্ব ১৬ টিমের কোচ হিসেবে তাঁরা যথাক্রমে দায়িত্ব সামলাবেন। শ্রীমতি হর্ষিতা কৃষ্ণমূর্তি সিনিয়র মহিলা দলের স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ হিসেবে আজ, শুক্রবার দায়িত্বভার গ্রহণ করেছেন। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সদর কার্যালয়ে সহ-সভাপতি তিমির চন্দ এবং সচিব তাপস ঘোষের উপস্থিতিতে কোচদের সঙ্গে অফিসিয়াল মৌ এবং স্বাক্ষর প্রদান কর্মসূচি সম্পাদিত হয়। এদিকে, যথারীতি কাউন্ট ডাউন শুরু শুরু হয়েছে নতুন ইতিহাস রচনার। আগামী ৩ জুন রাজ্যে আসছেন হেড অফ দ্য কোচ ল্যান্স ক্লুজেনার। সংবাদ সূত্রে খবর রয়েছে ওই দিনই তিনি ত্রিপুরা ক্রিকেটের হেড অফ দ্য কোচ হিসেবে দায়িত্বভার হাতে তুলে নেবেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার তথা ক্রিকেট কোচ ল্যান্স ক্লুজেনার ২ জুন ভারতে আসছেন। পরদিন-ই তিনি ত্রিপুরায় আসছেন বলে খবর রয়েছে। উল্লেখ্য, রাজ্য ক্রিকেট সংস্থার বর্তমান কমিটি এই মরশুমে রাজ্য ক্রিকেটের হেড অফ দ্য কোচ হিসেবে ল্যান্স ক্লুজেনারকে বেছে নিয়েছেন। ক্রিকেট মহলে বিষয়টি এক ঐতিহাসিক পদক্ষেপ বলে ব্যাপক সাড়া পড়েছে।
2023-05-26