নয়াদিল্লি, ২৬ মে (হি.স.): শর্তসাপেক্ষে দিল্লির প্রাক্তন মন্ত্রী ও আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈনকে জামিন দিল সুপ্রিম কোর্ট। সত্যেন্দ্র জৈনের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে তাঁকে ৬ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সর্বোচ্চ আদালত। অনুমতি ছাড়া দিল্লির বাইরে যেতে পারবেন না তিনি এবং সংবাদ মাধ্যমের সামনে কোনও বক্তব্য রাখতে পারবেন না।
বেশ কিছু দিন আগে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন সত্যেন্দ্র জৈন। এরইমধ্যে বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ বিচারাধীন বন্দী সত্যেন্দ্র জৈন সেন্ট্রাল জেল (সিজে-৭) হাসপাতালের মেডিকেল ইন্সপেকশন (এমআই) রুমের বাথরুমে পা পিছলে পড়ে যান, তিনি সামান্য আঘাত পান। চেকআপের জন্য দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে আনা হয়। পরে দীনদয়াল উপাধ্যায় হাসপাতাল থেকে তাঁকে লোকনায়েক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে (এলএনজেপি) রেফার করা হয়। সত্যেন্দ্র জৈনের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে শুক্রবার তাঁকে ৬ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সর্বোচ্চ আদালত।