১৭ জন মহিলা সহ ১৬৫ জন হজ যাত্রী মক্কার উদ্দেশ্যে যাচ্ছেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ এ বছর রাজ্য থেকে ১৬৫জন হজযাত্রী মক্কার উদ্দেশ্যে রওনা হচ্ছেন৷ তাদের মধ্যে ১৭ জন মহিলাও রয়েছেন৷ প্রশাসনের তরফ থেকে হজ যাত্রীদের সংবর্ধনা এ জ্ঞাপন এর উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার
 উত্তর জেলা জেলা সদর ধর্মনগরে হজ যাত্রীদের সংবর্ধনা দেওয়া হল প্রশাসনের তরফে৷এ উপলক্ষে ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর মহকুমার অন্তর্গত বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে হজ যাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিএম জিনিয়াস দেববর্মা, হানিফ উদ্দিন চৌধুরী উত্তর জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি, শাহাবুদ্দিন ওয়াকফ বোর্ড চেয়ারম্যান উত্তর জেলা, উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর সহ অন্যান্যরা৷
চারাগাছে জল ঢেলে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা৷ প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করা হয় হজ যাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান৷ এবার উত্তর জেলার থেকে  হজের উদ্দেশ্যে মোট ৬২ জন হজযাত্রী  মে মাসের ৩০ তারিখ আগরতলার উদ্দেশ্যে রওনা দেবেন৷ হজ যাত্রীদের মধ্যে রয়েছে ১৭ জন মহিলা ঊমোট ত্রিপুরা রাজ্য থেকে ১৬৫ জন হজের উদ্দেশ্যে রওনা দেবেন কলকাতায় মে মাসের ৩১ তারিখ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *