চালসায় তিনটি বাড়িতে হামলা চালাল হাতি

চালসা, ২৩ মে (হি. স.) : জলপাইগুড়ির মেটেলি ব্লকের উত্তর ধুপঝোরা এলাকায় খাবারের লোভে একটি মুদিখানার দোকান সহ তিনটি বাড়িতে হামলা চালাল হাতি। সোমবার রাতে ঘটনাটি ঘটে । ঘটনায় সমগ্র এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

জানা গিয়েছে, এদিন রাত প্রায় দেড়টা নাগাদ সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে আসে ধুপঝোড়া এলাকায়। লোকালয়ে এসে হাতিটি এলাকার জয়ন্তী ভিলেজে থাকা মজিবুল ইসলামের গালামালের দোকানে হামলা চালায়। গুঁড়িয়ে দেয় দোকানের দেওয়াল। সাবার করে দোকানে মজুত যাবতীয় খাদ্য সামগ্রী। এরপর হাতিটি ইনসান আলী, মালা ওরাওঁ ও অরুনা দর্জির বাড়িতে হামলা চালায়। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি ঘর। ভোররাত নাগাদ হাতিটি স্থানীয় বাসিন্দাদের চিৎকারে ফের জঙ্গলে ফিরে যায়। ক্ষতিগ্রস্তরা যাবতীয় ক্ষতির ক্ষতিপূরণ দাবি করেছেন। বন দফতরের তরফে সরকারি নিয়মে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে।