উদয়পুরে ক্রিকেটে ‌শুভজিতের পারফরম্যান্স স্কুল ক্রিকেটে সেরা ইংলিশ মিডিয়াম

ইংলিশ মিডিয়াম:-‌২১৫

জামজুরি স্কুল:-‌৪৭

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ মে।।প্রত্যাশিতভাবেই উদয়পুর মহকুমার সেরা হলো ইংলিশ মিডিয়াম স্কুল। অনেকটা বিনা লড়াইয়েই। শ্রীমন দেবনাথের দুরন্ত ব্যাটিং এর পর শুভজিৎ সূত্রধরের অলরাউন্ড পারফরম্যান্সে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। কে বি আই মাঠে অনুষ্ঠিত ফাইনালে ম্যাচে একতরফা খেলে ইংলিশ মিডিয়াম স্কুল ১৬৮ রানের বড় ব্যবধানে জয় লাভ করে। গ্রুপ লিগে ইনিংসে ১০ উইকেট নিয়ে নজীর গড়া শুভজিৎ ফাইনাল ম্যাচেও ছিলো বিধ্বংসী মেজাজে। ওই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র শুভজিতের বিধ্বংসী বোলিংয়ে কার্যত কুপোকাৎ হয়ে পড়ে জামজুরি স্কুল। এবং ২২ গজে লুটিয়ে পড়ে ব্যাটসম্যান-‌রা। ইংলিশ মিডিয়াম স্কুলের গড়া ২১৫ রানের জবাবে জামজুরি স্কুল মাত্র ৪৭ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের শ্রীমন দেবনাথ ৭৯ রান করে। এছাড়া শুভজিৎ সূত্রধর প্রথমে ব্যাট হাতে ৫৮ রান করার পর বল হাতে ৪ উইকেট দখল করে। সকালে টসে জয়লাভ করে ইংলিশ মিডিযাম স্কুলকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় জামজুরি স্কুলের অধিনায়ক সানু দাস। ইংলিশ মিডিয়াম স্কুল নির্ধারিত ৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৫ রান করে। দলের পক্ষে ওপেনার শ্রীমন দেবনাথ ১১৬ বল খেলে ১২ টি বাউন্ডারির সাহায্যে ৭৯, শুভজিৎ সূত্রধর ৪২ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৮ (‌অপ:‌), আফতাব চৌধুরি ২৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে‌ ১৮ এবং শানিথ সাহা ৩৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩৭ রান। জামজুরি স্কুলের পক্ষে দলনায়ক সানু দাস (‌২/‌২৪) সফল বোলার। ‌জবাবে খেলতে নেমে বিশাল রানের নীচে চাপা পড়ে যায় জামজুরি স্কুল। কোনও রকম প্রতিরোধই গড়ে তুলতে পারেনি জামজুরির ব্যাটসম্যান-‌রা। দল ১১.‌৪ ওভার ব্যাট করে ৪৭ রান যোগ করার ফঁাকে সবকটি উইকেট হারায়। দলের পক্ষে একমাত্র দ্বীপরাজ দেব দুই অঙ্কের রানে পা রাখতে সক্ষম হয়। দ্বীপরাজ ২০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করে। ইংলিশ মিডিযাম্‌ স্কুলের পক্ষে শুভজিৎ সূত্রধর (‌৪/‌১৬) এবং শাহিন হুসেন পোদ্দার (‌২/‌০) সফল বোলার।‌‌ ‌দলের কোচ শিব শঙ্কর দেবনাথ এবং ম্যানেজার দিলীপ সরকার অভিনন্দন জানান গোটা দলের ক্রিকেটারদের।‌