বেজিং, ২২ মে (হি.স.) : আগামী ১৫ জুন বেজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে একটি ম্যাচ খেলতে চিনে যাবে আর্জেন্টিনা ফুটবল দল। সোমবার এই খবর জানিয়েছে চিনে অবস্থিত আর্জেন্টিনা দূতাবাস থেকে।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি চিনে সফরে এসেছিলেন। তার আগেও আরও বেশ কয়েকবার চিন সফরে এসেছিলেন লিও। এই নিয়ে সপ্তমবারের জন্য চিন সফরে আসছেন মেসি। সংবাদ সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই মেসির চিন সফর ঘিরে চিনের ফুটবলপ্রেমীদের মধ্যে দারুণ উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। টিকিটের চাহিদাও তুঙ্গে।
প্রসঙ্গত, কাতার বিশ্বকাপের গ্রুপের শেষ খেলায় আর্জেন্টিনা মুখোমুখি হয় অস্ট্রেলিয়ার। সেই ম্যাচে নীল-সাদা জার্সির হয়ে গোল দুটি করেছিলেন লিওনেল মেসি ও আলভারেজ। অস্ট্রেলিয়ার পক্ষে আর্জেন্টিনার হয়ে আত্মঘাতী গোল করেছিলেন এনেজো ফার্নান্দেস। বিশ্বকাপের পর আবার ফের এই দুই দেশ পরস্পরের মুখোমুখি হবে।

