নাগরাকাটা, ২০ মে (হি. স.) : শিলিগুড়ির নাগরাকাটার সুভাষপল্লি লাগোয়া রেললাইনে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে । মৃত কিশোরীর নাম রোজিনা বেগম (১৭)। বাড়ি সুলকাপাড়ার মংরুপাড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার থেকে শিলিগুড়িগামী একটি মালগাড়ির সঙ্গে কিশোরীর ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার হাতে একটি মোবাইল ফোন ছিল। সেটিও ভাঙা অবস্থায় উদ্ধার হয়। মোবাইলে কথা বলার সময় রেললাইন দিয়ে পারাপার হতে গিয়ে ঘটনাটি ঘটেছে কিনা, তা স্পষ্ট নয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে নিউ মাল জংশন জিআরপি থানার পুলিশ।