রাঁচি, ১৯ মে (হিস.): ছত্তিশগড়ের পর এবার ঝাড়খণ্ড। মাওবাদীদের আইইডি বিস্ফোরণে মৃত্যু হল ১০ বছরের এক নাবালকের। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় ঘটনাটি ঘটে। শুক্রবার পশ্চিম সিংভূম জেলার পুলিশ সুপার আশুতোষ শেখর জানান, ওই নাবালক কেন্দুপাতা তুলতে রোলারূপি জেঙ্গাগাদা জঙ্গলে গিয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকায় জোর তল্লাশি চলছে।
জেলা পুলিশের ওই আধিকারিক এও জানান, গত জানুয়ারি মাস থেকে পশ্চিম সিংভূম জেলার একাধিক জায়গায় মাও নাশকতার ঘটনা ঘটেছে। এর পিছনে মিসির বেসরার হাত রয়েছে বলে সন্দেহ হয় পুলিশের। এরপর ওই মাও শীর্ষনেতাকে ধরতে তল্লাশি চালায় পুলিশ। পুলিশের তরফে এক কোটি টাকা পুরস্কারও ঘোষণা করা হয়। রোলারূপি জেঙ্গাগাদা জঙ্গলে মাও নেতা গা ঢাঁকা দিয়েছে বলে পুলিশের কাছে খবর আসে। নিরাপত্তাবাহিনী জঙ্গলে তল্লাশিও চালায়। তাঁদের ওপর হামলা চালাতেই বিস্ফোরক মজুত করা হয়েছিল বলে মনে করছে পুলিশ।