সন্ত্রাসবাদী আরশদীপের দুই সহযোগীকে গ্রেফতার করল এনআইএ

নয়াদিল্লি, ১৯ মে (হি.স.) : শুক্রবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানাডা-ভিত্তিক ‘ঘোষিত সন্ত্রাসী’ আরশদীপ সিং -র জন্য হিংসা, চোরাচালান এবং তোলাবাজিতে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।

ধৃত অমৃতপাল এবং অমৃতক সিং নাম বলে শনাক্ত করা হয়েছে এবং দুজনেই মালিনা (ফিলিপাইনে) বসবাস করছিলেন। দুজনই দেশে নিষিদ্ধ সংগঠনের হিংসা ছড়ানোর কর্মকাণ্ডে জড়িত। দিল্লির এনআইএ আদালত তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে। তাদের বিরুদ্ধে পঞ্জাবে একাধিক মামলা রয়েছে। দু’জনেই সন্ত্রাসবাদী সংগঠন ‘খালিস্তান টাইগার ফোর্স’ (কেটিএফ) এজন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্য নিয়ে ভারতে এসেছিল।