নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ বামফ্রন্টের সাথে জোট গঠন করে পশ্চিমবঙ্গে নির্বাচনী লড়াইয়ের বিরুদ্ধে এবং হাইকমান্ডের অনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি আশিষ সাহা পদত্যাগ করেছেন৷ একই সঙ্গে পদত্যাগ করেছেন রাজ্য যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরীও৷ বৃহস্পতিবার বিধানসভার পরিষদীয় দলনেতা সুদীপ রায় বর্মনের পদত্যাগ ও তার পরপরই আশিষ সাহা এবং সুশান্ত চৌধুরীর পদত্যাগ ঘিরে ত্রিপুরা কংগ্রেসে ভূমিকম্প দেখা দিয়েছে, সব যেন ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে৷
যে সিপিএমের হাতে ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের শত শত কংগ্রেস কর্মী খুন হয়েছে সেই সব শহীদদের মায়া ভুলে আজ বাম প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছে দলের হাইকমান্ড এবং বঙ্গের কিছু নেতৃত্ব৷ ত্রিপুরার নেতারা বারবার প্রতিবাদ জানিয়েছেন বঙ্গে বামদের সাথে জোট না করার৷ ত্রিপুরার কংগ্রেস নেতাদের আব্দার নস্যাৎ করে কংগ্রেস হাইকমান্ড জোটের পক্ষে সায় দেয় এবং বঙ্গে বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস এক মঞ্চে প্রচার চালাচ্ছে৷ দলের নীতি আদর্শের বিচ্যুতি ঘটেছে এই অভিযোগ এনে পিসিসি’র কার্যকরী সভাপতি তথা বিধায়ক আশিষ সাহা এবং যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী পদত্যাগ করেছেন৷ শুক্রবারই আশিষবাবু এবং সুশান্তবাবু তাঁদের পদত্যাগপত্র হাইকমান্ডের কাছে পাঠিয়ে দিয়েছেন৷
এদিন আগরতলায় সাংবাদিক সম্মেলন ডেকে আশিষ সাহা জানান, তিনি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে তাঁর পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন৷ তিনি তাঁর পদত্যাগ পত্রে সোনিয়াকে জানান, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে সিপিএম তথা বামেদের সাথে জোট গড়ে কংগ্রেস হাইকমান্ড যেভাবে প্রচার চালাচ্ছেন তাতে ত্রিপুরার তৃণমূলস্তরের নেতা কর্মীদের মধ্যে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ যেখানে সিপিএমের শাসনকালে এরাজ্যের বহু কংগ্রেস কর্মী সমর্থক খুন হয়েছেন৷ অর্থনৈতিক ও সামাজিক প্রতিবন্ধকতার মুখে পড়েছেন সেখানে এই সিপিএমের সাথে জোট গড়ে নির্বাচনে লড়াই করার বিষয়টি এরাজ্যের কংগ্রেসীরা নৈতিকভাবে মেনে নিতে পারছেন না৷ শুধু তাই নয় এরাজ্যের কংগ্রেস কর্মী সমর্থকদের কোন যুক্তি দিয়েই এই জোটের বিষয়টি বোঝানো সম্ভব হচ্ছেনা৷ তাই আশিষবাবু নৈতিকতার প্রশ্ণে পদত্যাগ করেছেন বলে সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে জানিয়েছেন৷ আশিষ সাহা আরও জানান, তিনি তাঁর পদত্যাগের বিষয়টি ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সম্পাদক ভি নারায়ণস্বামীকেও জানিয়েছেন৷
পদত্যাগের প্রেক্ষাপট উল্লেখ করে শ্রী সাহা জানান, এরাজ্যে বহু নেতা কর্মী দীর্ঘ এক দশকেরও বেশী সময় যাবৎ কংগ্রেসের পতাকা হাতে নিয়ে বামফ্রন্টের অপশাসনের বিরুদ্ধে লড়াই করে চলেছেন৷ প্রতিটি গণআন্দোলনে অংশ নিয়েছেন ভয়ভীতি উপেক্ষা করে৷ অনেক নেতা কর্মী খুন হয়েছেন৷ এইসব শহীদ কর্মী নেতাদের রক্তের ঋণকে এভাবে ধুলোয় মিটিয়ে দিতে পারছেন না তিনি৷ দলের নৈতিক পতনের প্রতিবাদ স্বরূপ তিনি প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন৷ তবে তিনি এখনও দলেই রয়েছেন এবং তাঁর বিধায়ক পদও বহাল রয়েছে৷ প্রসঙ্গক্রমে তিনি জানান, পশ্চিমবঙ্গে কংগ্রেস-বামফ্রন্ট জোটের বিষয়টিকে এরাজ্যের বহু নিষ্ঠাবান সিপিএম কর্মী ও নেতা মেনে নিতে পারছেননা৷ তারা দলত্যাগের পথেই হাটছেন৷ সেইসব নিষ্ঠাবান সিপিএম নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান, এরাজ্যে বামফ্রন্টের বিরুদ্ধে জোরদার লড়াই করার জন্য, বাম বিরোধী মঞ্চ তৈরীর করার জন্য৷
সাংবাদিক সম্মেলনে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী জানান, তিনি তাঁর পদত্যাগ পত্র যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অমরিন্দর সিং রাজা ব্রার এর কাছে পাঠিয়ে দিয়েছেন৷ তিনি তাঁর পদত্যাগ পত্রে উল্লেখ করেছেন, এরাজ্যে ২৩ বছরের বামফ্রন্টের অপশাসনে বহু যুব নেতা কর্মী প্রাণ হারিয়েছেন৷ ঐ নেতা কর্মীদের প্রতি শ্রদ্ধা না জানিয়ে পশ্চিমবঙ্গের কিছু নেতার কথায় কংগ্রেস হাইকমান্ড বামেদের সাথে নির্বাচনী জোট গড়েছে অনৈতিকভাবে৷ এই বিষয়টিকে তিনি মানতে পারছেন না৷ তিনি এরাজ্যের যুবদের ভোটে নির্বাচিত হয়ে যুব কংগ্রেস সভাপতি পদে আসীন হন৷ এরাজ্যের লক্ষ লক্ষ যুবদের সমর্থনকে তিনি হেলায় ফেলে দিতে পারবেন না৷ তাই তিনি পদত্যাগ করেছেন৷
এই প্রসঙ্গে সুশান্ত চৌধুরী জানান, প্রতিটি বিধানসভা নির্বাচনে এরাজ্যে কংগ্রেস গড়ে প্রায় ৪৫ শতাংশ ভোট পাচ্ছে৷ তারপরও ক্ষমতায় আসতে পারছেনা৷ অভিযোগ ছিল কংগ্রেস হাইকমান্ড সিপিএমের কাছে এরাজ্যকে বলি দিয়ে দিচ্ছে বার বার৷ সুশান্ত চৌধুরী এদিন স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন এই অভিযোগ বাস্তব রূপ পেয়েছে৷ কেন্দ্রে দোস্তি এবং রাজ্যে কুস্তি৷ এই যে অবস্থা তাতে প্রতিটি বিধানসভা নির্বাচনে দলের পরাজয়ের পেছনে ষড়যন্ত্র রয়েছে বলেই তিনি এদিন নেপথ্যে জানিয়ে দিয়েছেন৷
এদিন, সাংবাদিক সম্মেলনে সুশান্ত চৌধুরী এবং আশিষ সাহার পাশাপশি ছিলেন পূর্ব ত্রিপুরা ও পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের যুব কংগ্রেস সভাপতি, প্রদেশ এনএসইউআই সহ সভাপতিও৷ প্রত্যেকেই আগামীদিনে বামবিরোধী শক্তিকে মজবুত করার পক্ষে সওয়াল করেছেন৷
2016-04-09

