কলকাতা, ১৫ মে (হি. স.) : “আমার ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পড়ে আছে দিল্লিতে। সেটা এনে দিক।তিন শতাংশ ডিএ দিয়েছি, আরও তিন শতাংশ করে দেব।“ সোমবার নবান্নের সাংবাদিক সম্মেলনে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, আগে তো শিক্ষকরা ১ তারিখে মাইনেও পেত না। এখন ঠিক সময়ে বেতন পায়, পেনশন পায়। সব স্কিমের টাকা পায় সময় মতো। একটা রাজ্য দেখাও যারা পরপর চারবার ১০০ দিনের কাজে প্রথম হয়েছে। তারপরও এত কথা? বাংলা এখন মডেল হয়ে গিয়েছে। অন্য রাজ্য থেকে বাংলার স্কিম সম্পর্কে জানতে আসছে। আমরা তাঁদের স্বাগত জানাই।
মুখ্যমন্ত্রী বলেন, আপনি সরকারি চাকরি করেন। সব সুবিধা পান। অফিসের সময়ে আপনারা রাস্তায় বিক্ষোভ করছেন। মানুষ তো পরিষেবা পাচ্ছে না। বিক্ষোভ করতে নিষেধ করছে না, অফিসের সময় বাদ দিয়ে করুন। হরিশ মুখার্জি রোড তো ওয়ান ওয়ে। আমিও একটা নির্দিষ্ট সময় রাস্তাটা ব্যবহার করতে পারি। আমি একদিন হরিশ মুখার্জি রোড থেকে অফিসের একজনকে ডেকে জানতে পারলাম, ৪ ঘণ্টা রাস্তা বন্ধ। কেউ বেরতে পারছে না।”