করিমগঞ্জ (অসম), ১৩ মে (হি.স.) : কর্ণাটক বিধানসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় করিমগঞ্জ জেলা কংগ্রেসের বিজয়োল্লাস। উচ্ছ্বাসে ভাসলেন নেতা থেকে কর্মী ও সমর্থকরা।
আজ শনিবার সকাল থেকে কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফলে ক্রমশ এগিয়ে চলে কংগ্রেস দল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জয়ের আশা নিশ্চিত হয়। আর তার পরই করিমগঞ্জ জেলার কংগ্রেস নেতা–কর্মীরা ইন্দিরা ভবনে বিজয়োল্লাস শুরু করেন।
কংগ্রেসের জয় নিশ্চিত দেখে জেলার কংগ্রেস নেতা কর্মীরা বাদ্যযন্ত্র বাজিয়ে আবির মেখে নাচানাচি শুরু করেন। পথচলতি মানুষদের মিষ্টিমুখ করানো হয়। বাজি–পটকা ফাটিয়ে কর্মী–সর্মথকরা আবির মেখে উল্লাস করেন শহরের ব্রিজ রোডে।

