বেঙ্গালুরু, ১৩ মে (হি.স.): কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়জয়কার। রাজ্যের ২২৪টি-র মধ্যে ১৩১টি আসনে এগিয়ে কংগ্রেস। গতবারের চেয়ে ৫০টিরও বেশী আসনে জয়ের পথে হাত শিবির। কংগ্রেসের এই দুরন্ত জয়ের কারিগর রাজ্যে দলের প্রদেশ সভাপতি ডি কে শিবকুমার।
দলের জয় নিশ্চিত হতে শিবকুমার সাংবাদিকদের সামনে এসে রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন। তারপর কথা বলতে গিয়ে আনন্দে কেঁদে ফেললেন কর্ণাটকে কংগ্রেস সভাপতি।শিবকুমার ধন্যবাদ জানালেন, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেকে। বললেন এই জয় দলের কর্মীদের, রাজ্যের মানুষের। কর্ণাটকে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার কথাও বলেন শিবকুমার। নিজের কেন্দ্রে রেকর্ড ভোটে জেতা নিশ্চিত শিবকুমারের। এবার দেখার দল তাঁকে প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ দেন কি না।