মহারাষ্ট্র: সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে পাঁচ শ্রমিকের মৃত্যু

মুম্বই, ১২ মে (হি.স.) : মহারাষ্ট্রের পারভানি জেলার সোনপেঠের তান্ডা গ্রামে একটি সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। সব শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে মারুতি রাঠোড়ের খামারের কাছে পাঁচজন শ্রমিক সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন। গভীর রাত হওয়ায় ওই পাঁচ শ্রমিক দীর্ঘক্ষণ বের হননি। এ খবর পেয়ে গ্রামবাসী পুলিশকে খবর দিলে পুলিশ গ্রামবাসীর সহায়তায় সেপটিক ট্যাঙ্ক থেকে পাঁচ শ্রমিকের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন শেখ সাদেক (৪৫), শেখ শাহরুখ (২০), শেখ জুনায়েদ (২৯), শেখ নাভিদ (২৫) এবং শেখ ফিরোজ (২৫)। প্রাথমিকভাবে এটি সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের কারণে এই ঘটনা বলে মনে করা হচ্ছে।