রাজ্য ‌স্কুল ফুটবল শুরু সিপাহীজলা ধলাই জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ মে।। রাজ্য স্কুল ফুটবলের উদ্বোধনী দিনে আজ দুটি ম্যাচ হয়েছে। শুরুতে সিপাহী জলা ২-১ গোলের ব্যবধানে খোয়াই কে পরাজিত করেছে। বিজয়ী দলের পক্ষে পলাশ সরকার ও রাজেশ মলসুম দুটি গোল করে। খোয়াই-এর পক্ষে একমাত্র গোলটি করেছে আরমা-জমাতিয়া। অপর ম্যাচে ধলাই জেলা সাত- ছয় গোলের ব্যবধানে টাইব্রেকারে পেনাল্টি শুট আউটে গোমতীকে পরাজিত করেছে। তিনদিনব্যাপী রাজ্য অনূর্ধ্ব-‌১৭ বালকদের স্কুল ফুটবল টুর্নামেন্ট আজ, বৃহস্পতিবার দুপুর আড়াইটায় শুরু হয়েছে। বি কে আই মাঠে এর উদ্বোধন করবেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। এছাড়া, উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং এবং স্বপ্না মজুমদার প্রমুখ। ‌ ১৩ মে শেষ দিনে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।